|
---|
নতুন গতি, কালিয়াচক: সাহিত্য, অঙ্ক ইংরেজি বিভিন্ন পঠনপাঠন, কারিগরি শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানালেন সাউথ মালদা কলেজের অধ্যক্ষ আরশাদ আলম। অধ্যক্ষ বলেন, কম্পিউটারের ও নেট দুনিয়ায় সমগ্র বিশ্ব আজ হাতের মুঠোয়। আর কম্পিউটার শিক্ষা না থাকলে পিছিয়ে পড়তে হবে। বর্তমান যুগ কম্পিউটার যুগ। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান যেখান থেকে হোক কম্পিউটার শিখুন। আজকের দিনে কম্পিউটারের জ্ঞান খুবই জরুরি। কালিয়াচকের ছাত্র-ছাত্রীরা ও কম্পিউটার শিক্ষা গ্রহণ করছে। কম্পিউটার শিক্ষা কালিয়াচকের ঘরে ঘরে বিস্তার লাভ করুক আশাবাদী অধ্যক্ষ। শনিবার জাতীয় যুব কম্পিউটার স্বাক্ষরতা মিশনের উদ্যোগে মাস্টারপাড়া সেন্টারের ব্যবস্থাপনায় কালিয়াচক নজরুল ভবনে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে কলেজ, স্কুল, মিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এদিন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কালিয়াচক এর শিক্ষক এজাজুল হক। এজাজুল হক বলেন, এই ধরনের শিবির ছাত্র ছাত্রীদের উজ্জীবিত করবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে স্বল্প খরচে হাতে কলমে কম্পিউটার শিখতে পারে ছাত্র ছাত্রীরা আবেদন জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব কম্পিউটার স্বাক্ষরতা মিশনের সংস্লিষ্ট সংস্থার শিক্ষক মোহা হাবিবুর রহমান, ভূগোল শিক্ষক রবিউল ইসলাম, কৃষি অফিসার সাহাবুদ্দিন মন্ডল প্রমুখ।