বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; সেন্ট্রাল পার্কের নাম পরিবর্তন করে রাখেন ‘বইমেলা প্রাঙ্গণ’

নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে ‘বইমেলা প্রাঙ্গণ’ হিসাবেই পরিচিত হবে সেন্ট্রাল পার্ক।

    যেহেতু এবারের থিম কান্ট্রি বাংলাদেশ তাই আবেগি মুখ্যমন্ত্রী বাংলা-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলেন “দুই দেশে কোনও বিভেদ নেই। তারা একে অপরের চিরসাথী। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না।”

    এদিন দুপুর ৩:৩০টে নাগাদ বইমেলায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, মালা রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ৪৫ বার ঘণ্টাধ্বনি দিয়ে মেলার উদ্বোধন করেন তিনি।

    এদিন প্রথমে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি বিভিন্ন স্টলে গিয়ে বইপত্র দেখেন এবং পুলিশের সঙ্গে কথা বলেন।