নীতি আয়োগের রিপোর্টে মুখ পুড়লো মোদি-শাহের

দেবজিৎ মুখার্জি: নীতি আয়োগের রিপোর্টে মুখ পুড়লো মোদি-শাহের। অপুষ্টির শিকার গুজরাটের জনসংখ্যার ৩৮.০৯ শতাংশ। গুজরাটের গ্রামীণ জনসংখ্যার প্রায় অর্ধেক ৪৪.৪৫ শতাংশ পুষ্টি থেকে বঞ্চিত, যেখানে শহরাঞ্চলে এই হার ২৮.৯৭ শতাংশ। অপুষ্টির ক্ষেত্রে গুজরাটের থেকে তুলনামূলক ভাল ফল করেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো পিছিয়ে থাকা রাজ্যগুলি।

     

    অন্যদিকে, নীতি আয়োগের মতে, গুজরাটে জনসংখ্যার ২৩.৩০ শতাংশ আবাসন থেকে বঞ্চিত। কেরল, পঞ্জাব এবং তামিলনাড়ু গুজরাটের চেয়ে ভাল ফল করেছে। গ্রামীণ এলাকায় পরিস্থিতি আরও খারাপ। কারণ গ্রামীণ জনসংখ্যার ৩৫.৫২ শতাংশ আবাসন থেকে বঞ্চিত, যা হরিয়ানা, পঞ্জাব, কেরল এবং তামিলনাড়ুর মতো অন্যান্য প্রধান রাজ্যগুলির তুলনায় বেশি।