যাদবপুর ছাত্রমৃত্যু: নয়া উপাচার্য বুদ্ধদেব সাহু; ইস্তফা ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তীর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হচ্ছেন অধ্যাপক বুদ্ধদেব সাহু। অন্তর্বর্তীকালীন উপাচার্য নয়, ১৭ তারিখের বিজ্ঞপ্তি ১৯ তারিখে প্রকাশ করার মাধ্যমেই রাজভবন জানিয়েছে, তিনিই হচ্ছেন স্থায়ী উপাচার্য।

     

    এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইস্তফা দিলেন ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। পদত্যাগপত্রে যদিও তিনি দাবি করেছেন, একান্ত ব্যক্তিগত কারণেই সরে দাঁড়াচ্ছেন। শোনা যাচ্ছিল তিনিও উপাচার্য হওয়ার দৌড়ে ছিলেন।