|
---|
দেবজিৎ মুখার্জি: রবিবার চাঁদের মাটিতে আছড়ে পড়ল লুনা-২৫। আগামিকাল, সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে লুনার নামার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এই পরিস্থিতি।
এমনটা যে হতে পারে সেই আশঙ্কা অবশ্য কাল থেকেই ছিল। শনিবারই রসকসমসের তরফে পেশ করা দু’লাইনের বিবৃতিতে বলা হয়েছিল, ‘অবতরণের আগে লুনাকে অন্তিম কক্ষপথে ঠেলতে গিয়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে চন্দ্রযানটির স্বয়ংক্রিয় স্টেশনে। ফলে এই পরিস্থিতিতে যানটি অবতরণের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করা সম্ভব হচ্ছে না।’