|
---|
নিজস্ব প্রতিবেদন:- বিজেপির ডাকা বনধে সাড়া নেই ময়নাগুড়িবাসীর, নির্দেশ না আসার দাবি বিজেপির।ময়নাগুড়ি,২৮ ফেব্রুয়ারি : পৌর নির্বাচন শেষ হতেই ১২ ঘন্টা বনধ এর ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আর সেই বনধ সফল করতে বিভিন্ন জায়গায় ব্যস্ত বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তূ সোমবার ময়নাগুড়ির ছবিটা একেবারেই আলাদা। রাস্তায় দেখা মেলেনি কোনো বিজেপি সমর্থকের। খোলা ময়নাগুড়ি বাজার, সরকারি অফিস, স্কুল। রাস্তায় চলছিল সরকারি বেসরকারি বাস। ফলে ময়নাগুড়িতে বিজেপির ডাকা বনধ সফল করতে ব্যর্থ বলেই দাবি অনেকেরই। তবে ময়নাগুড়ি বিজেপির দাবি বনধ সফল করতে কোনো রকম নির্দেশ তাদের হাতে এসে পৌঁছায়নি বলেই অভিযোগ বিজেপির। তাই তারা নিশ্চুপ ছিলেন। বিজেপির জেলার সাধারণ সম্পাদক অনুপ পাল নিজে একজন কাপড় ব্যবসায়ী। তিনি নিজেই সকাল থেকেই দোকান খুলে বসে থাকেন এদিন। এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক অনুপ পাল বলেন, ” জেলা থেকে আমাদের কাছে কোনো রকম নির্দেশ আসেনি। তাই আমরা চুপ রয়েছি। আমার দোকান আমার কর্মচারী খুলেছেন।” রাজ্যের পৌরসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে অশান্তির বার্তা এনে এই বনধের ডাক দেন রাজ্য বিজেপি। এমনকি সকল সাধারণ মানুষকে এই বনধ সফল করার অনুরোধ জানান। বিভিন্ন জায়গায় বনধ সফল করার মরিয়া চেষ্টা করলেও ময়নাগুড়ির ছবি ভিন্ন। সোমবার ময়নাগুড়ির ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাটে বাজারে এসেছেন। এদিন সকাল থেকে রাস্তায় দেখা মেলেনি কোনো বিজেপির মিছিল। তবে ময়নাগুড়িতে বিজেপির বনধ পুরোপুরি অসফল বলেই দাবি রাজনৈতিক মহলের। অন্যদিকে বিজেপির ডাকা বনধের বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, ” ময়নাগুড়ির বিজেপির প্রার্থীকে বিবেক দংশন করেছেন। উনি নিজেই জানেন নিজের ওয়ার্ডে কতটা শান্তিপূর্ণ ভোট হয়েছে। ফলে মিথ্যা কথার পরিপ্রেক্ষিতে যে বনধ সেই বনধ সমর্থন করছেন না তিনি। তাই নিজে দোকান খুলে বসে আছেন।” অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ” বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”