রামপুরহাটের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির

শিলিগুড়ি: রামপুরহাটের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি । এদিন শিলিগুড়ির হাসমিচক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

    মিছিলটি হিলকার্ট রোড পরিক্রমা করে আবার হাশমিচকে এসে শেষ হয় । মিছিলের নেতৃত্বে ছিল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব ও কাউন্সিলররা।এদিন বিজেপীর বিধায়ক শঙ্কর ঘোষ জানান রামপুরহাটের ঘটনা আমাদের দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গাতে দাড়িতে আছে,ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন এইভাবে নৃশংসতা আমাদের আদিম জায়গাতে ফিরিয়ে নিয়ে যাবে।আমরা যদি এখন এর কোন প্রতিবাদ না করি তবে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই রামপুরহাট তৈরী হবে।এদিন মিছিলে বিজেপীর সমর্থকেরা মুখ্যমন্ত্রীর নীরবতাকে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী জানেন এই ঘটনা তার লোকেরাই ঘটিয়েছে তাই তিনি চুপ করে আছেন।সত্যি সত্যি মুখ্যমন্ত্রী যদি নীরপেক্ষ হন তবে তিনি কেন পদক্ষেপ নিচ্ছেন না।নিরীহ মানুষদের হত্যা করে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল কতখানি হিংসা এবং পাশবিক প্রবৃত্তি তাদের মধ্যে লুকিয়ে আছে।এই রাজ্যে এখন নৈরাজ্যের অবস্থা একে অন্যকে মারছে এবং মুখ্যমন্ত্রী চুপ করে সব দেখছেন।এদিন বিজেপীর মিছিল ভেনাস মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয়।