মালদায় প্রশাসনিক বৈঠক পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের

মালদা: জেলায় পরিস্রুত পানীয় জল এবং পৌরসভাকে পুরনীগম করার দাবি তুললেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ড: মমতাজ সংঘমিত্রা। বুধবার প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ড: মমতাজ সংঘমিত্রা।

    জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।
    উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ভ: মমতাজ সংঘমিত্রা, জেলাশাসক রাজর্ষি মিত্র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

    প্রশাসনিক আধিকারিকদের নিয়ে চলে দীর্ঘক্ষন বৈঠক।
    বৈঠক শেষে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ড: মমতাজ সংঘমিত্রা বলেন, লকডাউন এর ফলে বহু কাজ থমকে রয়েছে। প্রশাসনিক কর্তাদের সে কাজের অগ্রগতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি বলেন মানুষের সার্বিক উন্নয়ন করলে ইংরেজবাজার পৌরসভা পুরনীগম করা উচিত। ওয়ার্ড গুলো ভেঙে যত ছোট হবে ততো বেশি কাজ হবে। কমিউনিটি হল থেকে শুরু করে বিভিন্ন সুবিধা পাবে শহরের মানুষ।
    তিনি বলেন পরিস্রুত পানীয় জলের সমস্যা রয়েছে জেলায়। এই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে প্রশাসনিক বৈঠক।