|
---|
মালদা, ২০ ফেব্রুয়ারি: সালিশি সভায় ডেকে পাঠিয়ে দুই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকের সুজাপুরে। পিস্তলের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যবসায়ী। আহতরা হলেন ওবাইদুল্লা মণ্ডল ও তার ভাই আকবর আলি। সুজাপুর হাসপাতালের কাছে নির্মান সামগ্রীর ব্যবসা করেন দুই ভাই। অভিযোগ, শনিবার রাতে জায়গা নিয়ে বিবাদের বিষয়ে একটি সালিশি সভায় তাদের ডেকে পাঠায় মেরাজুল মণ্ডল ও তার দলবল। সেখানে গেলে দুই ভাইয়ের ওপর মেরাজুল ও তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পিস্তলের বাট দিয়ে দুই ভাইয়ের মাথায় আঘাত করা হয়।
এমনকি তাদের কাছে থাকা এক লক্ষ আশি হাজার টাকা মেরাজুল ও তার দলবল লুঠ করে নেয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।