|
---|
নিজস্ব সংবাদদাতা : ২০ ডিসেম্বর ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপ পশ্চিমবঙ্গ তথা দেশব্যাপী সম্পূর্ণ হলো।দুই দফায়,- “মেন্টাল এবিলিটি টেস্ট (মানসিক পারদর্শিতার পরীক্ষা)” এবং “স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (প্রজ্ঞাসূচক পরীক্ষা)” বিষয়ের উপর পরীক্ষা হলো। সদ্য অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরাই এই পরীক্ষায় অংশ গ্রহণ করে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মড়ার সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ২৩০ জন এনরোলমেন্ট এর মধ্যে ২১৬ জন পরীক্ষায় বসে,জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার ঘোষ।