|
---|
আজিজুর রহমান,গলসি : আনিস খান এর খুনিদের শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলার গলসি বাজারে বিক্ষোভ দেখালো ডিওয়াই এফআই এর নেতা কর্মীরা। গলসি ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন বিকালে দলীয় কর্মীরা মিছিল করে গলসি বাজারে আসেন। বাজারের বাসস্ট্যান্ডের কাছে তারা বিক্ষোভ সমাবেশ করেন। ও আনিস খাঁন হত্যাকারীদের শাস্তির দাবীতে শ্লোগান দিতে থাকেন। প্রাক্তন যুব কর্মী ও শিক্ষক নেতা বিশ্বনাথ দাস বলেন, পুলিশি ছদ্মবেশে যারা আনিস খান হত্যা করেছে অবিলম্বে পুলিশকে তাদের গ্রেপ্তার করতে হবে। বিষয়টি দ্রুত পুলিশ মন্ত্রীকে ব্যাবস্থা নিতে হবে। তাছাড়া ওই হত্যার সড়যন্ত্রে যে বা যারা আছে তাদের গ্রেপ্তার করে দৃষান্তমুলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, এলাকায় রক্তদান শিবির করা নিয়ে আনিসের সাথে বিবাদ বেঁধেছিল স্থানীয় তৃণমূল। সেই কথা জানিয়ে আনিস খাঁন পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরও পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং গত শুক্রবার রাতে পুলিশের ছদ্মবেশে আনিসকে তিনতলার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর আন্দোলনকারী ছাত্র নেতা নেতা ছিলেন আনিস। তাছাড়াও পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন তিনি। এদিনের বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই নেতা রাজিব সাম। সভায় বক্তব্য রাখেন শিক্ষক অমিতাভ মন্ডল, প্রাক্তন যুব কর্মী ও শিক্ষক নেতা বিশ্বনাথ দাস, যুব কর্মী ও শিক্ষক সোনা মুখার্জী সহ অনেকে।