হাওড়া জেলার আমতা থানার উদং শীতলতায় দ্বাদশ বর্ষ প্রগতি মেলা

বাবু হকঃ হাওড়া জেলার আমতা থানার উদং শীতলতায় দ্বাদশ বর্ষ প্রগতি মেলা ১৫থেকে ১৯ ডিসেম্বর আজকে শেষ হয়েছে, হাওড়া মঙ্গলদীপ শিশু কল্যাণ সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় ৫ দিনের মেলা। সাংস্কৃতিক আমন্ত্রণ মূলক ও প্রতিযোগিতা নানান রকমের অনুষ্ঠিত হয়। নাটক, নৃত্যনাট্য,ম‍্যাযিক, যোগব্যায়াম প্রদর্শনী, ভিন্ন স্বাদের আকর্ষণীয় প্রদর্শনী, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ মিত্র পুরষ্কার প্রদান সহ আরো অনেকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজের বিভিন্ন স্তরের সরকারের ,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ,শিক্ষাবিদ ,সমাজকর্মী, জনপ্রতিনিধি ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি, শিল্পী, কলাকুশলী প্রাবন্ধিক গল্প করা কবি সাহিত্যিক সাংবাদিক অংশগ্রহণ করেন হাজারো বিকিকিনির সম্ভার খেলনা দোলনা খাবার পসরা সাজিয়ে বসে।১২ তম বার্ষিক মেলায় জয়পুর থানার পারবাকসীর চিরনবীনের আবাসিক মেয়েরা আমরা করবো জয় নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। আমতা ১ এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে তথ্য চিত্রের উদ্বোধন হয়, মেলার আয়োজন দিন কে দিন বেড়েই চলেছে বলে জানা গেছে।