|
---|
নিজস্ব সংবাদদাতা:সকাল থেকেই হাতির ঘোরাঘুরিতে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। একটিয়াশাল থেকে বিগ বাজার , বিগবাজার থেকে ভানুনগর সবজায়গাতেই দাপটে ঘুরে দাড়ালো হাতি। সকাল থেকে রাস্তায় হাতি দেখে চমকিয়ে যান অনেকেই।হাতিটি খুব সম্ভবত খাবারের কারনেই শহরের মধ্যে প্রবেশ করেছিল। হাতিটিকে দেখতে আগ্রহী মানুষের ভীড় জমে যায়, রাস্তায় জ্যাম লেগে যায়।সকাল বেলাতেই এই ঘটনা ঘটে যাওয়ায় প্রচণ্ডভাবে সমস্যায় পড়েন সাধারন মানুষ। পরে বন দপ্তর থেকে কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় হাতিটিকে। বন দপ্তরের কর্তারা জানিয়েছেন বৈকন্টপুর ফরেষ্ট থেকে বেরিয়ে এসেছিল। তারপরে সে পথ ভুলে যায় এবং বাড়িতে ফেরবার জন্য এদিক ওদিক করতে থাকে। এর উপরে খিদে পাওয়ায় সে ছটফট করতে করতে এদিকে ওদিকে ঘুরতে থাকে। আজ প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে হাতিটি শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চলে ঘুরে বেড়ায়।তারপরে স্থানীয় মানুষ এবং বন দপ্তরের কর্মীদের সাহায্য নিয়ে হাতিটিকে বনে ফিরিয়ে দেওয়া হয়।