|
---|
নিজস্ব সংবাদদাতা : একুশ শতকের সবচেয়ে ভয়ংকর একটি সমস্যার বিষয় হল ‘প্লাস্টিক দূষণ’। এই দূষণের প্রভাব শহর ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরে ছাপিয়ে রয়েছে।
মহামান্য উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে পরিবেশ দপ্তর পঁচাত্তর মাইক্রণের নিচের প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে। এবিষয়ে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সরকারিভাবে নানা প্রচার চলছে।আজ, বৃহস্পতিবার, বেলডাঙ্গা পূর্বচক্রের অন্তর্গত রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলের সভাকক্ষে ছাত্র-ছাত্রীদের এই প্লাস্টিক দূষণ ও তার প্রতিকার বিষয়ে অবহিত করাতে একটি সচেতনতা শিবির করল। সেখানে মুখ্য আলোচক ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক সাবির চাঁদ। এদিনের সেমিনার প্রসঙ্গে রিসোর্স পার্সন সাবির চাঁদের বলেন, “বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ। তাই, যে কোন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতার পাঠদানের মধ্যদিয়ে বৃহত্তর সমাজকে সহজেই সচেতন করা যায়। তাই, আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক-শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সক্রিয় সহযোগিতায় এই শিবিরের আয়োজন।”
উৎসাহিত ভরে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেল।