|
---|
নিজস্ব প্রতিবেদক:- রবিবাসরীয় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত গোটা হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়। যাত্রীবোঝাই বাসের সঙ্গে ছোট লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যানজট দেখা দেয় রাস্তায়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। বেসরকারি ওই যাত্রীবোঝাই বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল ছোট লরিটি। দুটি যানের গতিবেগেল ছিল স্বাভাবিকের থেকে বেশি। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুটি গাড়ি একে অপরকে এতটাই জোরে ধাক্কা মারা যে এর ফলে লরির সামনের দিকের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। যেভাবে লরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে সামনে থেকে দেখলেই বোঝা যাবে না যে সেটি একটি লরি। বাসের সামনের দিকের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লরির সামনের অংশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের। এছাড়া লরির খালাসী এবং বাসের যাত্রী মিলিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি চালক এবং অন্যান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে ডোমকল মহাকুমা হাসপাতালে। ছোট লরির খালাসীর অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনার জন্য রাস্তার খারাপ অবস্থাকেই দায়ী করেছেন স্থানীয়রা।