গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রথম ভ্রাম্যমাণ ব্যাঙ্কিং ব্যবস্থার উদ্বোধন বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: নাবার্ড এর আর্থিক সহায়তায় মঙ্গলবার বীরভূম জেলায় সর্বপ্রথম ভ্রাম্যমাণ( মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা) ব্যাঙ্কিং পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। জেলার বিভিন্ন গ্রাম এলাকায় ঘুরবে এই ভ্রাম্যমাণ গাড়ি। সেখানে গ্রামীণ ব্যাংকের পাশ বই খোলা থেকে শুরু করে লোন গ্রহণ,লোন পরিশোধ এটিএম ফেসিলিটি, তথা একপ্রকার সমস্ত কিছু পরিষেবা মিলবে ভ্রাম্যমাণ ব্যাঙ্কিংব্যবস্থার মাধ্যমে।এদিন জেলা সদর সিউড়িতে এই নয়া ভ্রাম্যমাণ ব্যাঙ্কিংব্যবস্থার শুভ উদ্বোধন করেন বীরভূমের জেলা শাসক বিধান রায়।

    এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, নাবার্ডের জেলা অধিকর্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    গ্রামীণ মানুষজনকে দুয়ারে ব্যাংকিং পরিসেবা পৌঁছে দিতে বীরভূম জেলায় এই প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।