গতকালকের খবরের জেরে স্বয়ং কৃষকদের আর্তনাদের খবর পেয়ে ক্ষতি গ্রস্ত জমি পরিদর্শনে এলেন ব্লক ADA

আব্দুস সামাদ, জঙ্গিপুর: এইদিন অর্থাৎ সোমবার কৃষকদের আর্তনাদে সারা দিয়ে ক্ষতি গ্রস্ত ভুট্টার ক্ষেত পরিদর্শনে এলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক ada অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ্ এগ্রিকালচার অফিসার।

    বিগত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘোরী গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তি এলাকা।সেই এলাকায় বেশ একাধিক জমি রাতের অন্ধকারে চাষীদের অনুমান অনুযায়ী বন্য প্রাণী অর্থাৎ বন্য শুকর সেই সমস্ত ভুট্টা নষ্ট করে দিচ্ছে। তাতেই কৃষকদের মাথায় হাত।

    কৃষকদের আর্তনাদ তিনারা অনেকেই বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে এই ফসলের পেছনে খরচা করে থাকে। এছাড়াও তিনারা বলেন যদি এই ভাবে আমাদের জমির ফসল নষ্ট হতে থাকে তাহলে আমাদের ঋণ কি ভাবে পরিশোধ করবো।

    এছাড়াও অপর কৃষক তাজিমুল শেখ বলেন আমাদের সংসার এই জমির ফসলের উপর নির্ভর করে চলে,আমরা ফসল উৎপন্ন করে বিক্রয় করে যে অর্থ পেয়ে থাকি তা দিয়ে বাড়ির সদস্যদের অন্য যোগায় ও ছেলে মেয়েদের লিখা পড়া শহ ঔষধ খরচা চালায়।

    একাধিক কৃশক আজ ADA মহাশয় কে পেয়ে তাদের আর্তনাদের কথা ও ক্ষতি পূরণের দাবি করেন।ada মহাশয় বলেন পুরো বিষয় টি ব্লক আধিকারিক,মন্ত্রী,ও বি এস এফ অধাকিরদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।