শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগারের ব্যবস্থাপনায় পড়াশোনার সামগ্রী বিতরণ

হুগলী: গত ৩০ জানুয়ারি ২০২২, রাধাবল্লভপুরের শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগার এর ব্যবস্থাপনায় খানাকুল এলাকার প্রায় ৮০ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র ছাত্রী কে টেক্সট বই খাতা ও কলম বিনামূল্যে দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন হাজারী,, মানিক পণ্ডিত, শিক্ষক রিজাবুল ইসলাম, সহ আরো অনেকে, এবং ছাত্র ছাত্রী অভিভাবক সহ প্রায় ২৫০ জন মানুষ।

    সম্পাদক জানান গত ২০০০ সাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে প্রতি বছরই এই কর্মসূচি নেওয়া হয়। পাঠাগার বর্তমানে দিন মজুর পরিবারের প্রায় ৩৫ জন ছাত্র ছাত্রীকে স্বল্প বেতনে এবং আরো ৩০ জনকে বিনা বেতনে টিউশন দিয়ে থাকে।

    এছাড়াও কম্বল বিতরণ, পোশাক বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরও নিয়মিত আয়োজন করা হয়। সভাপতি মির্জা জালাল উদ্দিন সব ছাত্র ছাত্রী এবং সাহায্যকারী বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন।