|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ইন্দাস ব্লক প্রশাসনের আয়োজনে আসন্ন ‘ঈদুল ফিতর’ এর নামাজ উপলক্ষ্যে ২৪ এপ্রিল ইন্দাস ব্লকের সংহতি ভবনে একটি সভা অনুষ্টিত হলো। ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ নিয়ে ঈদের নামাজ ও ঈদ-উৎসব বিষয়ের উপর আলোচনা সভা।
ইন্দাস থানার ও সি সোমনাথ পাল মহাশয় সভার শুরুতে ঈদের নামাজ ও ঈদ-উৎসব বিষয়ের উপর ইমামদের মধ্যে থেকে বক্তব্য রাখতে বললে,- মাওলানা কাজী আজিজুল ইসলাম অল্প কথায় সুন্দর করে বলেন। অতঃপর সি আই গৌতম তালুকদার ইমামদের উদ্দেশ্যে বলেন যে, তাঁরাও একটা থানা/সার্কেলের আধিকারিক এর ন্যায় বিশিষ্ট ব্যক্তি, সমাজের প্রতি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল। শান্তি শৃঙ্খলা ও সৌহার্দ্য সম্প্রীতির মধ্যেই ঈদের নামাজ ও ঈদ-উৎসব পালনে সচেষ্ট হবেন। সভায় ছাত্র নেতা সেখ আতাউল ব্যক্তি,পরিবার ও সমাজ জীবনে ইসলামী আদর্শের সাথে বিজ্ঞানের যে যথেষ্ট মিল আছে সে বিষয়ে আলোকপাত করেন।
অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ এর মধ্যে ইন্দাস ব্লকের যুগ্ম বিডিও অনির্বাণ সাহা,টি এম সি-র ব্লক সভাপতি সেখ হামিদ, চন্দন বাবু,নিমাই বাবু,এবং বিশিষ্ট তৃণমূলের লড়াকু ব্যক্তিত্ব সেখ রবিওল হোসেন প্রমুখেরা শান্তি সম্প্রীতির সাথে ঈদের নামাজ ও ঈদ-উৎসব পালন করার কথা বলেন। অনুষ্ঠানে ইমাম পরিষদের ইন্দাস ব্লকের সভাপতি এবং ব্লক জমিয়তে উলামা-ই-হিন্দেরও সভাপতি মাওলানা কাজী শাহাবুদ্দিন সাহেবও বক্তব্য রাখেন।ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের নাসির মোল্লা এবং ব্লক জমিয়তের নেতৃত্ব শান্তি মণ্ডল।
সভার শেষ পর্বে ওসি সোমনাথ পাল আসন্ন ঈদ বিষয়ক সরকারি নিয়ম নীতির কথা ব্যক্ত করেন, যাহাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ঈদ পালিত হয়, সেই বিষয়ে সকলকেই উদ্যোগী হবার আবেদন রাখেন। সবার কল্যাণ ও মঙ্গল কামনার মাধ্যমে মহতী অনুষ্ঠান সম্পূর্ণ হয়।