গলসির পুরসাতে ইফতার মেহেফিল

আজিজুর রহমান : গলসির পুরসা গ্রামে ইফতার মেহেফিল এর আয়োজন করল পুরসা গ্রাম তৃণমূল কংগ্রেস। যেখানে এলাকার কয়েকশত মানুষ ২৩ শে রমজানের ইফতার করেন।  পাশাপাশি ওই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ২০০ জন দূঃস্থ মানু‌ষকে বস্ত্র বিতরণ ও রাস্তা উদ্বোধনও করা হয়। উদ্বোধন করেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই। এদিনের ইফতার পার্টিতে যোগদান করেন পুরসা গ্রামবাসী ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উপস্থিত ছিলেন,পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি জাকির হোসেন,  পূর্ব বর্ধমান জেলার  সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আউসগ্রাম ২ নং ব্লকের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মহ সাদ্দাম, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, পোতনা-পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, তৃণমূল নেতা সুন্দর পাশোয়ান, ইজরাহুল ইসলাম সহ গ্রামের তৃণমূল নেতাকর্মীরা। ইফতারের পর নামাজ পাঠ করেন পুরসা মাদ্রাসার মৌলানা ইয়াসিন সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সুস্থভাবে পরিচালনা করেন তৃণমূল নেতা সেখ কমল। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, সারা বিশ্ব জুড়ে রমজান পালন করছেন মুসলিম ভাই বোনেরা। তাকে ঘিরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ইফতার অনুষ্ঠান। তাদের দলীয় কর্মীরা এদিন এলাকার মানুষকে সাথে নিয়ে ইফতার মেহেফিলের আয়োজন করেছেন। পাশাপাশি এলাকার দুশো জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছেন। খুশির ঈদের আগে মানুষের পাশে দাঁড়াতেই ওই বস্ত্র বিতরনের আয়োজন করেন তারা। এদিনের অনুষ্ঠানের জন্য তৃণমূল নেতা সেখ কমলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।