|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : অন্তহীন বিতর্ক । একের পর এক দুর্নীতির অভিযোগ । মামলার পর মামলা । বেশকিছু মামলায় নিয়োগে স্থগিতাদেশ । আবার কিছু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ । অন্তহীন অভিযোগ আর গুচ্ছ মামলার জটে আটকে স্কুল সার্ভিস কমিশন । ফলে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ থমকে থাকায় বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষক সঙ্কট । এমতাবস্থায় হাজারো বিতর্কের মধ্যে এসএসসির মাধ্যমে ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার । ইতিমধ্যে এবিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে বলেও সূত্রের খবর।
মামলা জটে দীর্ঘদিন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়নি এসএসসি । ফলে দিনে দিনে স্কুলগুলিতে কমেছে শিক্ষকের সংখ্যা । কোন কোন স্কুলে প্রয়োজনের অর্ধেক শিক্ষকও নেই । তার ওপর গতবছর স্কুল শিক্ষকদের বদলি ব্যবস্থার সরলীকরণ করতে রাজ্য সরকার উৎসশ্রী প্রকল্প চালু করায় শিক্ষক শিক্ষিকা কমে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে । অনেক শিক্ষক শিক্ষিকা বদলি নিয়ে চলে গিয়েছেন নিজের শহরে বা শহরের কাছাকাছি । ফলে শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে গ্রামের স্কুলগুলি । প্রশাসনিক মহলে আশঙ্কা, এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ না করলে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হবে । ফলে জটিলতা এড়াতে সরকার এসএসসির মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে বলে শিক্ষা প্রশাসন সূত্রে খবর ।
সরকারি তথ্যানুযায়ী, এসএসসির মাধ্যমে রাজ্যের সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষবারের মতো হয়েছিল ২০১৬ সালে । শিক্ষা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে শুধু শিক্ষক নিয়োগ থমকে রয়েছে তা নয়, থমকে রয়েছে শিক্ষাকর্মী নিয়োগও । প্রশাসনিক সূত্রে খবর, ওই সব স্কুলে শিক্ষাকর্মী নিয়োগও শেষবারের মতো হয়েছে ২০১৫ সালে । ফলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন আটকে থাকায় দিনে দিনে স্কুলগুলিতে কমছে শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা । তথ্য বলছে, বর্তমানে বহু স্কুলে প্রয়োজনের অর্ধেক শিক্ষকও নেই । এই পরিস্থিতিতে অবিলম্বে উচ্চ প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ না করলে অধিকাংশ সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে অচলাবস্থার সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক মহলের একাংশ । অন্যদিকে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় স্কুলে চাকরি করার স্বপ্ন অধরা থেকে গিয়েছে বহু মেধাবী পড়ুয়ার । শিক্ষামহলের ধারণা, এমতাবস্থায় শিক্ষায় আসন্ন অচলাবস্থা আটকাতে, অন্যদিকে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পুনরায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার ।