বিধায়কের প্রতিনিধিরা আজ উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এবং ত্রিপল প্রদান করে

নতুন গতি নিউজ ডেস্ক :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলির নির্দেশে এবং তার আপ্তসহায়ক অরিন্দম রায়ের নেতৃত্বে একটি বিধায়কের প্রতিনিধি দল উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন।অরিন্দম রায় জানান উলুবেড়িয়া পৌরসভার দু নং ওয়ার্ডের মিনা তিয়ারির ঘরটি পুরোপুরি পরে গেছে একটি বট গাছ ওই বাড়ির ওপরে পরে যাবার পাশাপাশি দুটি বাড়ি অবস্থা সংকট জনক তাদের বাড়ির চাল ভেঙ্গে গেছে।বিধায়ক ইদ্রিস আলির নির্দেশে তাদের হাতে কয়েকটি ত্রিপল তুলে দেন অরিন্দম রায়।মিনা তিয়ারি যানান গাছটি কতৃপক্ষ কে জানাবার সত্ত্বেও কোনো ব্যবস্থা করা হয়নি।গাছটি কাটার ব্যাপারে বিধায়ক ইদ্রিস আলি পৌরসভার প্রশাসক অভয় দাসকে ও জানিয়েছেন।অরিন্দম রায় আট নং ওয়ার্ডের সভাপতি পানুবাবু সহ এলাকার অনেক জনের সাথে কথা বলেন।তিনি যানান বিধায়কের সাধ্য মতো অনেক কে ত্রিপল দেওয়া হচ্ছে।এবং প্রয়োজনে আরো দেওয়া হবে। বিধায়ক ইদ্রিস আলি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গার খোঁজ রাখছেন।তিনি সকলকে ক্ষতিপূরণ দেবেন।প্রশাসনের কাছে তার অনুরোধ ক্ষতিপূরণের হিসাব গুলি যাতে সঠিক জায়গায় তাড়াতাড়ি দেওয়া হয়।অভিলম্বে সবগাছ কেটে নেওয়া এবং বিদ্যুৎতের ব্যবস্থা করা হয়।