বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত হল পূর্ব বর্ধমানের ১২ পূজো কমিটি।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২২ এ পূর্ব বর্ধমানের ১২ টি সার্বজনীন দূর্গোৎসব কমিটি পুরস্কার পেল। বর্ধমান শহর সহ বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমা, কালনা, কাটোয়ার স বারটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা পূজো, সেরা প্রতিমা, সেটা সমাজ সচেতনতার ওপর প্রতিযোগিতায় পুরস্কার গুলি ছিনিয়ে নিল। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ পুরস্কার প্রদান করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি। ২০ অক্টোবর জেলা শাসকের কনফারেন্স হলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হয়। এবারের সেরা পুজো তিনটি সার্বজনীন : বর্ধমান শহরের সবুজ সংঘ, মেমারি সোমেশ্বর তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বড়শুলের অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেরা প্রতিমায় তিনটি পুরস্কার : কালনা মহকুমার কালনা পুরাতন বাস স্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, মেমারি সারদা পল্লী অরবিন্দ পল্লী রিক্রিয়েশন ক্লাব, বর্ধন শহরের লালটু স্মৃতি সংঘ। সেরা মন্ডপ তিনটি : বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ, কাটোয়ার নবোদয় সংঘ, বর্ধমানের সর্বমিলন সংঘ। সেরার সমাজ সচেতনতায় যে তিনটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্থান করেছে সেগুলি হল : বর্ধমানের কেশবগঞ্জ চটি বারোয়ারি দুর্গোৎসব কমিটি, বর্ধমান সদর দক্ষিণের খন্ডঘোষ তাঁতীপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কালনার সেনপাড়া বারোয়ারী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পূর্ব বর্ধমান জেলার সার্বজনীন দুর্গোৎসব কমিটি গুলির উদ্দেশ্যে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেন, উৎসব করতে গিয়ে বিষাদের সুর যেন সঞ্চারিত না হয়। সরকারি নিয়ম ও আইন শৃঙ্খলা মেনে সকলে উৎসবে মেতে উঠুন। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম সংকর মন্ডল বলেন, বিজয়ী সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলি র ব্যাংক একাউন্টে পুরস্কার স্বরূপ সরাসরি সরকার নির্ধারিত টাকা ঢুকে যাবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক-সানা আখতার, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, বর্ধমান পুরসভার কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার সহ সংশ্লিষ্ট সরকারি আধিকারিকবৃন্দ।