দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বছরব্যাপী চলছে অমৃত মহাউৎসব

নিজস্ব সংবাদদাতা : দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বছরব্যাপী চলছে অমৃত মহাউৎসব। দেশের বিভিন্ন প্রান্তে অমৃত মহা উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ভারতীয় পূর্ব রেলওয়ের উদ্যোগে মালদা ডিভিশন অনুষ্ঠিত হলো দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অমৃত মহাউৎসব। পূর্ব রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার ,ডিভিশনের সিনিয়র ডিসিএম পবন কুমার, ডি এমইএস কে তিওয়ারি , ডিভিশনের আরপিএফ এর সিকিউরিটি কমিশনার রাহুল রাজ সহ অন্যান্য রেলকর্মী ও আরপিএফ কর্মীরা। দেশাত্মবোধক গান ব্যান্ডের তালে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে।রেলের পুলিশ ফোর্স জাওয়ানদের মনোবল চাঙ্গা করতে ও ও কাজের প্রতি আগ্রহ বাড়াতে মালদা ডিভিশন এর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পূর্ব রেলের আরপিএফের ব্যান্ডের গানের মাধ্যমে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে অমৃত মহোৎসব পালন করা হয়।দেশাত্মবোধক ,পুরনো দিনের হিন্দি গান, আরপিএফ এর ব্যান্ডের কর্মীরা পরিবেশন করলেন। ভারতীয় পূর্ব রেলের এই ব্যান্ড ইতিমধ্যে জনপ্রিয়তা ছাড়িয়েছে। তাদের ব্যান্ডের গান গোটা দেশেই সুনাম কুড়িয়েছে। তাই এদিন মালদা ডিভিশন এর পক্ষ থেকে আরপিএফ এর ব্যান্ডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পূর্ব রেলের মালদা ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার বলেন, অমৃত মহা উৎসব উপলক্ষে রেলকর্মী ও রেলের সুরক্ষা বাহিনীর কর্মীদের মধ্যে মনোবল চাঙ্গা করতে আমাদের এই অনুষ্ঠান। রেল সুরক্ষা বাহিনীর ব্যান্ডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্ব রেলের এই ব্যান্ড ইতিমধ্যে তাদের সুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছাড়িয়েছে।