|
---|
নিজস্ব সংবাদদাতা : আগুন লাগার ঘটনা কলকাতায়। মঙ্গলবার রাতে চাঁদনিচক মার্কেটের জ্যোতি সিনেমার উল্টোদিকে একটি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১৬৬ লেনিন সরণি ঠিকানার একটি বিল্ডিংয়ের ছাদে রাত ৮টা ২৫ মিনিট নাগাদ আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন কয়েক দিনের মধ্যে কলকাতার একের পর এক আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেই নিউ আলিপুরে একরটি রঙের কারখানায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় কারখানা। দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার কয়েকদিন আগে ট্যাংরার একটি চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন লাগে।