কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার বনধ পালিত হলো রামপুরহাটে

 আজিম শেখ ,নতুন গতি, বীরভূম:- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার বনধ পালিত হলো রামপুরহাটে।
 
বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ সারা ভারত বন্ধের প্রভাব দেখা গেল রামপুরহাট রেল স্টেশনেও, আজ ভোর থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা একত্রিত ভাবে রামপুরহাট রেল স্টেশনে জমায়েত হয়।

তারপরে অবরোধ করার চেষ্টা করে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার সহ বেশ কিছু ট্রেনকে ।বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার কে ।বাম ও কংগ্রেস এর কর্মীরা কেউ কেউ আবার রেল ইঞ্জিন এর উপরে উঠে পড়ে ।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেল কর্তৃপক্ষ জিআরপি ও আরপিএফ এর মাধ্যমে এই কর্মী-সমর্থক দেরকে রেলস্টেশন ও রেল ট্র্যাক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ।পরে বনধসমর্থক কারীরা পুরো শহরের মধ্যে এবং শান্তি পূর্ণ ভাবে বনধ পালন করেন।