|
---|
সেখ সামসুদ্দিন, ৯ মেঃ আগামী ১৩ মে নবজোয়ার যাত্রায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর যাত্রাপথে সম্বর্ধনা জানাতে উদ্যোগ মেমারি শহর তৃণমূলের। জানা যায় মন্তেশ্বর বিধানসভা হয়ে মেমারি বিধানসভার শঙ্করপুর থেকে বাহাবপুর মোড় পর্যন্ত নবজোয়ার যাত্রায় হাঁটবেন অভিষেক ব্যানার্জী। ওখান থেকে গাড়ি ছেড়ে মেমারি শহরের উপর দিয়ে জামালপুর বেরিয়ে যাবেন। পথে মেমারি বামুনপাড়ামোড় এলাকায় মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও পৌরসভার পক্ষ থেকে দুই মিনিটের জন্য দাঁড় করিয়ে সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। সম্ভাব্য সন্ধ্যা ৬টার সময় মেমারি শহর অতিক্রম করবে। তবে রুট চার্ট অনুযায়ী মেমারি নেই বলে সূত্র মারফৎ জানা যায়। নেতৃত্ব প্রস্তুত থাকছে, দাঁড়ালে সম্বর্ধনা দেবে, না দাঁড়ালে পথের দুধারে দাঁড়িয়েই অভ্যর্থনা জানাবে বলে জানা যায়। আজ এই বিষয়ে মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল সমস্ত শাখা সংগঠন, ওয়ার্ডের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করেন।