উদ্বোধন হলো অ্যডাম বেস স্টাডি সার্কেল পর কোচিংয়ের ট্রেনিং বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর

নিজস্ব সংবাদদাতা : ১১অক্টোবর,অনুষ্ঠিত হল অ্যডাম বেস স্টাডি সার্কেল পর কোচিংয়ের ট্রেনিং বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে। সময় ও স্রোত এর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে সুন্দরভাবে, সুনির্দিষ্ট পথে সমাজে প্রতিষ্ঠিত করে তোলাই হলো জীবনের অন্যতম লক্ষ্য ।আর এই লক্ষ্যে পৌঁছাতে গেলে চাই সঠিক প্রস্তুতি ও নিয়মানুবর্তিতা।সামাজিক ক্ষেত্রে মাথা উঁচু করে বাঁচার জন্য চাই অর্থনৈতিক স্বাবলম্বন। এক্ষেত্রে অভিভাবকসহ ছাত্র-ছাত্রীদের প্রথম পছন্দ হলো সরকারি চাকরি ।

    অষ্টম থেকে স্নাতকোত্তর যোগ্যতা অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন পদে সরকারি চাকরি পাওয়ার জন্য চাই অসীম ধৈর্য, আত্মপ্রত্যয় ও উপযুক্ত তথ্য ভান্ডার সমৃদ্ধ জ্ঞান ভান্ডার।
    বিশেষ করে করোনা পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর কয়েক হাজার পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে । এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উপযুক্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে অসীম সাহস যোগানো, তাদেরও আত্মপ্রত্যয় গঠনে সহায়তা প্রদানের লক্ষ্যে পথ চলা শুরু করলো অ্যডাম বেস স্টাডি সার্কেল বুনিয়াদপুর ,দক্ষিণ দিনাজপুরে। সুপার স্পেশালিটি হসপিটাল গঙ্গারামপুরের চিকিৎসক ডক্টর এহ্তেশাম আজকের কোচিং সেন্টারের উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রফেসর ছহির আলী সময় উপযোগী পাঠক্রম ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার আহ্বান জানান। নর্থ ইস্টার্ন ইংলিশ অ্যাক্যাডেমির প্রিন্সিপাল মাসুদ আনাম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন।

    বিশিষ্ট ক্যারিয়ার কাউন্সেলার ও শিক্ষাবিদ ডক্টর বাসির সাহেব দীর্ঘ আলোচনায় কর্মপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদেরকে তৈরীর জন্য উৎসাহিত করেন।
    বিগত এক বছর ধরে বুনিয়াদপুর এর মত ছোট্ট শহরে পাথফাইন্ডার এর মত সংস্থার সাথে হাত মিলিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের তৈরি ক্ষেত্রে নর্থইস্টার্ন ইংলিশ অ্যাক্যাডেমি ভূমিকা এবং অ্যাডাম বেস স্টাডি সার্কেলের পথ চলার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানের আয়োজক দের অন্যতম রাসনাউল আলম। উচ্চ প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষায় উপযোগী করে গড়ে তোলা, রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উপযুক্ত প্রশিক্ষণ, অনুশীলন নিয়মিত মক টেস্ট ইন্টারভিউ এর মধ্য দিয়ে চাকরিপ্রার্থীদের যথাস্থানে পৌঁছে দেওয়া সংস্থার মূল উদ্দেশ্য বলে জানান সাজ এর সম্পাদক আব্দুর রাজ্জাক।
    এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আকরাম আলী মন্ডল, মোকসেদ আলী সাহেব ,বিশিষ্ট কবি আমিনুল ইসলাম ,ফারুক হোসেন, মোক্তার আলী, মিজানুর রহমান মহাশয়রা। জেলার বেসরকারী শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বেস আন নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।