|
---|
সংবাদদাতা : সম্প্রীতি সেচ্ছায় রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠিত হয় কেসি দাস রড হামেদিয়া লের্ন সংযোগস্থল শান্তিপুর নদীয়া। এবং সংগঠকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।পরিচালনায় অঙ্কুর ও শান্তিপুর প্রতি বন্ধন। সহযোগিতায় অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন।ডক্টর সোমনাথ কর মহাশয় কে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সংস্থার অন্যতম সদস্য সাদিক আলী মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অঙ্কুর স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অমর দফাদার