পূর্ব বর্ধমানে বিধায়ক মধূসুদন ভট্টাচার্য কেন্না গ্রামের তৃণমূল পার্টি অফিস পরিদর্শন ও দেহুড়া গ্রামে বস্ত্র বিতারন করেন

নিজস্ব সংবাদদাতা : ১২অক্টোবর,পূর্ব বর্ধমানে প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান ও বিধায়ক মধূসুদন ভট্টাচার্য মহাশয় কেন্না নিমো ২নং গ্রাম পঞ্চায়েত এর কেন্না গ্রামের তৃণমূল কংগ্রেসের ১৯৬নং বুথে এসেছিলেন। কেন্নায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দেখে খুবই আনন্দিত। ফুলে তোড়া দিয়ে অভিনন্দন জানাই বুথ সভাপতি ও কর্মী বৃন্দরা। দেহুড়া গ্রামে পূজো উপলক্ষ্যে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতারন করেন ও পূজোর শুভেচ্ছা জনান। কোভিড১৯ জন্য সকলকে মাস্ক পড়তে ও নিয়মবিধি মেনে চলার কথা বলেন। এই গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা সকলেই উপস্থিত ছিলেন।