|
---|
সংবাদদাতাঃ সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইমাম সাহেবদের আর্থিকভাবে স্বাবলম্বী করা দরকার। শনিবার বাগনান ইমাম মুয়াজ্জিন সংগঠনের উদ্যোগে নবী দিবস অনুষ্ঠানে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান এই মন্তব্য করেন। তিনি বলেন আমাদের ইমামরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা ও মুয়াজ্জিনরা এক হাজার টাকা ভাতা পান যা বর্তমান বাজার দরের তুলনায় অতি নগন্য। এভাবেই ইমামদের প্রতি অবিচার করা হচ্ছে দিল্লিতে ইমামরা মাসে ১৮হাজার টাকা এবং মোয়াজ্জেনরা ১৬ হাজার টাকা ভাতা পান। ১৯৯৩ সালে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন সব রাজ্যের ইমামদের দশ হাজার টাকা করে মাসের ভাতা দিতে। কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি মহামান্য সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে কার্যকরী করেনি। কামরুজ্জামান অবিলম্বে পশ্চিমবঙ্গের ইমাম-মুয়াজ্জিনদের বর্তমান বাজার দরে ভাতা নির্ধারণ করার দাবি জানান। ইমাম মোয়াজ্জেন সংগঠনের পক্ষ থেকে এদিন দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ নানা সেবা মূলক কর্মসূচি পালন করা হয়। এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরুণাভ সেন, মৌলানা আজাদ একাডেমী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, বাগনান-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জিয়াউর রহমান, ইমাম সংগঠনের সভাপতি মাওলানা আমানত আলী প্রমূখ।