অশোক রুদ্রের উদ্যোগে আসানসোলে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের ফুটবল ও কম্বল বিতরণ।

তন্ময় সিংহ, ১৩ ই ডিসেম্বর, বার্নপুরঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শীতের শুরুতেই ক্লাবগুলোর পাশাপাশি আর্ত মানুষদের পাশে দাঁড়াল ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদ। ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের সভাপতি অশোক রুদ্র জানান আজ বার্ণপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আটটি মহিলা ফুটবল ক্লাব সহ মোট পঞ্চাশটি ক্লাবকে দুশোটি ফুটবল বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত “খেলা হবে” কার্যক্রম কে অনুসরণ করে এই ফুটবল বিতরণ কর্মসূচি।উপস্থিত ক্লাবগুলোর হাতে ফুটবল তুলে দেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার শ্রী বিশ্বজিৎ দাস সহ একাধিক এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদরা। এর পাশাপাশি এলাকার পাঁচশ আর্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলে ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদের সদস্যরা ও সঞ্চালক সৌম্যদীপ ঘোষ জানান।

    আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়,চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চ্যাটার্জী, আইএনটিইউসি সভাপতি শ্রী অভিজিৎ ঘটক, জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস ও ইসকো হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ মনীশ ঝা,ববিতা দাস,অমিত সেন, শিক্ষাসেলের অমিতাভ দাস, হিমাদ্রি শেখর পাত্র,রাজীব মুখার্জি প্রমুখেরা।