রক্তদান শিবির ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস ও নাগরিক দিবস উদযাপন

 শেখ ইমরান ,নতুন গতি, মেদিনীপুর:-  নাগরিকত্ব সংশোধনী আইন আন্দোলনকে এবার দলের প্রতিষ্ঠা দিবস পালনের সঙ্গে জুড়ে দিলো তৃণমূল কংগ্রেস। দলের সর্বাধিনায়িকা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক সারা রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের সঙ্গে নাগরিক দিবসও পালন করলো। তার ব্যতিক্রম হলো না কেশপুর ব্লকের মুগবসান অঞ্চল। এদিন মুগবসান অঞ্চল কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিনের কার্যক্রম শুরু হয়। দলীয় পতাকা উত্তোলন করেন অঞ্চলের কার্যকরী সভাপতি শেখ নুরুল হক। এর পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অঞ্চলের বিভিন্ন বুথ থেকে রক্তদাতা এসে রক্তদান করেন। এই রক্তদান শিবিরে মোট রক্তদাতার সংখ্যা 84 জন। এইদিন বিকেলে কয়েক হাজার কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে “আমরা নাগরিক,” “এন আর সি মানছি না মানব না” এই সব স্লোগান তুলে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রা হয়। মিছিলের পুরোভাগে ছিলেন মুগবসান অঞ্চল সভাপতি শেখ হাসানুর জামান, কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, কেশপুর ব্লক যুব সভাপতি সেখ সফিকুল, মুগবসান অঞ্চল প্রধান সেখ সাজেন আলী কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনিল কুমার ঘোষ

শিক্ষক নেতা অর্ণব দাস ও দীপক রায় সহ ব্লকের নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ববৃন্দ। সন্ধ্যায় আবার এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলো। নৃত্যশিল্পীরা বিভিন্ন নৃত্য করে দর্শকদের মন ভরিয়ে দেয়। এছাড়াও আধুনিক, সামাজিক ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হায়দার আলী, দেবযানী রায় , অনিন্দ্যসুন্দর সেন সহ একঝাঁক সঙ্গীত শিল্পী। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্নেহাসিশ চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য হাসানুর জামান সকলকে ধন্যবাদ জানান।