শতাব্দী এক্সপ্রেসকে সাজিয়ে তুলে পূজো করলেন ষ্টেশন মাষ্টার সহ রেলের প্রতিটি কর্মী

নিজস্ব প্রতিবেদক:- আজ থেকে দশ বছর আগে বহু আড়ম্বরের মধ্যে দিয়ে চালু হয়েছিলো এনজেপী হাওড়া শতাব্দী এক্সপ্রেস।আজ সকালে এবং গতকাল এন জেপী ষ্টেশনে শতাব্দী এক্সপ্রসকে নতুনভাবে সাজিয়ে তুললেন ষ্টেশন মাষ্টার থেকে আরম্ভ করে গার্ড,রেলের সুইপারেরা। শতাব্দী এক্সপ্রেসকে সাজিয়ে তুলে পূজো করলেন ষ্টেশন মাষ্টার সহ রেলের প্রতিটি কর্মী। সকালে কেক কাটলেন এনজেপীর ষ্টেশন মাষ্টার বি এর জৈন।তিনি জানান আমরা এনজেপী ষ্টেশনের প্রত্যেক কর্মী থেকে হকার সবাই মিলে আজ পালন করলেন শতাব্দী এক্সপ্রেসের দশম বর্ষ।এদিন কেক কেটে এই দিনটিকে পালন করলেন রেলের সমস্ত কর্মীরা এবং যাত্রীরা।পরে ট্রেন ছাড়ার সাথেসাথে একটি বিশাল আয়তনের কেককে পাঠিয়ে দেওয়া হয় হাওড়া রেলওয়ের কর্মীদের উদ্দেশ্যে। শতাব্দী এক্সপ্রেসের দীর্ঘায়ু কামনা করে এই ট্রেনের যাত্রীরা ট্রেনে ওঠেন।এন জেপী রেলের ষ্টেশন মাষ্টার আরো জানান আরো কম সময় নিয়ে যাতে এই ট্রেনটি কলকাতা পৌছতে পারে সেটা ভেবে দেখা হচ্ছে।