|
---|
নিজস্ব সংবাদদাতা :আমের মেলাতে শুধুমাত্র আমের বিক্রি।আম কিনতে ভীড় ক্রেতাদের। আমের বিভিন্ন উপাদান দিয়ে তৈরী আম কিনতে প্রথম দিন থেকেই ভীড় উপচে পড়েছে শিলিগুড়িতে।আম কিনতে এদিন এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষ।রাজ বাসু জানালেন প্রথম দিনেই রেকর্ড ভীড় হয়েছিল আম কিনতে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এই ফেষ্টিভ্যালে। সবচাইতে বেশী ভীড় জমেছিল আমের পাপড় কিনতে। এছারাও আমের তরকারি এবং আমের ডাল বিক্রি হয়েছে অনেকটাই। বিক্রেতারা জানিয়েছেন রোজ প্রতি ষ্টলে রেকর্ড সংখ্যায় মানুষ এসেছিলেন।শিলিগুড়ি একদিন এই Mango festival এর জন্যই বিখ্যাত হয়ে উঠবে।সারা বিশ্বের মানুষ জানুক শিলিগুড়িকে এটাই আমার আশা জানালেন রাজ বাসু।