|
---|
কবিগুরু স্মরণে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির হবিবপুরে
নাজমুস সাহাদাত : মঙ্গলবার সৌহার্দ্য মালদার পরিচালনায়, আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় হবিবপুর ব্লক এর আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভামঞ্চে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে গান, কবিতার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়৷ এছাড়াও বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির এর আয়োজন করা হয় । উল্লেখ্য , দীর্ঘদিন ধরে করোনা আবহে মেডিক্যাল কলেজের বাইরে বন্ধ হয়ে যায় ভয়াবহ থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ক শিবির। আজ থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরল বিবাহের পূর্বে প্রত্যেক যুবক যুবতীর থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির। আজকের শিবিরে সর্বমোট ৫১ জন যুবক যুবতীর রক্ত পরীক্ষা করা হয়। প্রথম পর্বে থ্যালাসেমিয়া সচেতনতার বক্তব্য রাখেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থ্যালাসেমিয়া ইউনিটের চিকিৎসক বি কে ঘোষ।
ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা জানান, পৃথিবীর শতকরা ৩.৪ জন মানুষ থ্যালাসেমিয়া বাহক, পশ্চিমবঙ্গে ১২ থেকে ১৮ জন, মালদা জেলার হবিবপুর বামনগোলায় ২৫ থেকে ৩০ জন, কোন কোন স্থানে আমরা পরীক্ষা করে পেয়েছি শতকরা ৫২ জন। এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হল বিবাহের পূর্বে প্রত্যেক পাত্র পাত্রীর রক্ত পরীক্ষা করা। অন্যথায় আগামী দিনে মহামারী রূপে আকার নেবে তা আর বলার অপেক্ষা রাখে না । সৌহার্দ্য সংস্থার সম্পাদক কুন্তল দাস জানান , সমাজে এই ধরনের রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা আছে তাই আমাদের সংস্থার পক্ষ থেকে মালদা জেলায় প্রতিটি ব্লকে এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও বক্তব্য রাখেন নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা, জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমূখ। উপস্থিত সকলকে সাধুবাদ জানান সৌহার্দের সদস্য সন্তু রায় ।