|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নবতম প্রয়াসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শালবীথি গুরুকুল ও শালবীথি সম্পূর্ণা । এদিনের অনুষ্ঠানটি হয় মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত অধীনস্থ জঙ্গল বেষ্টিত গ্রাম ভগবতী চকে।
শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশ ও নেশা মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে শালবীথির এই নবতম প্রয়াস অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বিনামূল্যে অংকন ,নাচ ,গান, আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে শালবীথি গুরুকুল।
এছাড়াও অসহায় ও দুঃস্থ মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণের দ্বারা মেসিনে সেলাই ,মেশিনের সাহায্যে সোয়েটার , ক্রুসের জিনিস বোনা ,বিভিন্ন ধরণের হাতের কাজ ,মাটির জীনিস, হাতে তৈরি গয়না সহ বিভিন্ন ঘর সাজানোর জিনিস এর প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার প্রকল্প শালবীথি সম্পূর্ণা। বৃক্ষ চারায় জলসিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুব্রত সরকার ও আলো ট্রাস্টের কর্ণধার মাননীয় কমলকৃষ্ণ কুইল্যা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই বরণ করে নেওয়া হয় অঙ্কন প্রশিক্ষক ও শিল্পী পার্থ বাগচী মহাশয় ও নৃত্যগুরু অন্তরা সরকার ও নৃত্যগুরু রিয়া সেনগুপ্তকে । ওনারা হলেন এই কর্মসূচির অন্যতম স্তম্ভ । আবৃত্তি প্রশিক্ষণের দায়িত্ব নেন সংগঠনের সদস্যারা ।প্রথম দিনে শালবীথি গুরুকুলে অঙ্কন ও নৃত্য বিভাগে অংশগ্ৰহণ ও নাম নথিভূক্ত করে ৬৫ জন শিশু কিশোর কিশোরী। প্রারম্ভিক বক্তব্য রাখেন শালবীথির সম্পাদিকা রীতা বেরা ।বক্তব্য রাখেন মাননীয় সুব্রত সরকার ও মাননীয় কমল কুইল্যা । নারী শক্তির বিকাশ ও নারীর অধিকার রক্ষা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন গবেষক ও প্রাবন্ধিক ড. শান্তনু পান্ডা । পরিবেশ বিষয়ক এবং বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক ও পরিবেশবিদ মাননীয় রাকেশ সিং দেব । আজকের অনুষ্ঠানে প্রদর্শিত হয় শালবীথির সদস্যাদের নিজেদের তৈরি একটি ক্ষুদ্র হস্তশিল্প প্রদর্শনী । যার মধ্যে ছিল ব্যাগ , ক্রুসে বোনা বিভিন্ন জিনিস, সুপারি পাতার তৈরি প্লেট-বাটি, বিভিন্ন রকম হাতের কাজ, মাটির জিনিস হাতে তৈরি পাত্র , পুঁথির পুতুল ইত্যাদি । অনুষ্ঠানে মনঞ্জ নৃত্য পরিবেশন করেন ভগবতী চকের শিশু-কিশোরিরা নৃত্যগুরু অন্তরা ও রিয়ার তত্ত্বাবধানে। আঁকার জন্য ড্রইং খাতা , পেন্সিল ,রাবার ও প্যাস্টেল রং সংগঠনের তরফ থেকে সরবরাহ করা হয় । উপস্থিত দর্শক , অতিথিদের মিষ্টিমুখ ও ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানে র শেষে ফল ও মিষ্টি পরিবেশন করা হয়।
বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় ড. হারাধন দুয়ারী , চুণী কোটাল চ্যারিটেবল ট্রাষ্টের অন্যতম সদস্য তপন মাহাত , মাননীয় অশোক রায় , শুভরাজ , ইমরান খান সহ গ্ৰামের বিশিষ্ট জনেরা ।
শালবীথি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ইলোরা চ্যাটার্জী মাইতি, দেবলীনা চ্যাটার্জী , অপর্ণা দাস , সোমা আহমেদ , নীতা সিনহা ,শিপ্রা সরকার , রীতিশা বেরা , শবনম আহমেদ , পম্পা সার্বভৌম্য ও দীপান্বিতা খান ।
অনুষ্ঠানের শেষে শালবীথি পরিবারের পক্ষ থেকে আগত অতিথি , সর্বোপরি উদার মিনসিকতা নিয়ে এগিয়ে আসা তিন প্রশিক্ষককে কৃতঞ্জতা ও ধন্যবাদ জানান শালবীথির সম্পাদিকা । স্থানীয় গ্ৰামবাসী ও পঞ্চায়েত প্রধান মাননীয় সাধন সিংকে ধন্যবাদ জানান ওনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই কর্মসূচি বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন সম্পাদিকা