ডায়মন্ডহারবার এসডিও মাঠে শুরু হলো এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বিগত বছরের ন্যায় এ বছরে অনুষ্ঠিত হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে ফলতা ও ডায়মন্ড হারবার দল। এই টুর্নামেন্টে ১১৬ টি দল অংশগ্রহণ করছে,ডায়মন্ড হারবারের প্রতিটি পঞ্চায়েত থেকে একটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সতেরোটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাটা নগর ফুটবল প্যাভিলিয়নে। বর্ণাঢ্য রেলি অসাধারণ সাউন্ড সিস্টেম, আলোর ঝলকানি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, দিলিপ মন্ডল, অরূপ রায়, অশোক দে, বিধায়ক দুলাল দাস, পান্নালাল হালদার, আব্দুল খালেক মোল্লা, বাবুল সুপ্রিয়, মোনোজ তেওয়ারি, জাহাঙ্গীর খাঁন, আবুতালেব মোল্লা সহ একাধিক বিধায়ক, কাউন্সিলারা। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর খান ও তার টিম। প্রতি বছর বাংলা জুড়ে শীতের শুরু তে রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষ খেলাধুলার সাথে সম্পর্কিত, বিভিন্ন ক্রিয়াকলাপে নিযুক্ত হয়। বাঙালির সেরা ফুটবল খেলাধুলা ছাড়া বাংলার কল্পনা করা একেবারেই অসম্ভব এবং ডায়মন্ড হারবারে এমপি কাপ SDO মাঠে নৃত্য-কলাকুশলীদের প্রত্যেক সদস্যের দুর্দান্ত পারফরম্যান্স যা দর্শকদের মন কাড়ে।