বিগত বছরে মাধ্যমিক না হওয়ায় এ বছর শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা : বিগত বছরে মাধ্যমিক না হওয়ায় এ বছর শুরু হলো মাধ্যমিক পরীক্ষা হাতে সোমবার ৭ মার্চ থেকে শুরু হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহ কাটিয়ে ফের খাতায় কলমে পরীক্ষা দিল ছাত্র ছাত্রীরা। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। এবছরে মোট পরীক্ষার্থী প্রায় ৫০ হাজার বেড়েছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা কোনোক্রমে হলেও করোনা নামক মারণ ব্যাধির কারনে  ২০২১ সালে তা সম্ভব হয়নি, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সে সময় পর্যুদস্ত গোটা দেশ ছিল। সোমবার সকাল ১১টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে দেয়া হয়, ১২টা থেকে শুরু হয় উত্তর লেখা। পরীক্ষা চলে বেলা ৩টে পর্যন্ত। মোট ৪ হাজার ১৫৪ টি কেন্দ্রে এবার পরীক্ষা হল। এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র ও ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।

    ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত,৭ ই মার্চ বাংলা পরীক্ষা, ৮ই মার্চ ইংরেজি,৯ মার্চ ভূগোল,১১ মার্চ ইতিহাস,১২ মার্চ জীবনবিজ্ঞান ১৪ মার্চ অঙ্ক,১৫ মার্চ ভৌত বিজ্ঞান,১৬ মার্চ ঐচ্ছিক বিশয়ের পরিক্ষা হবে। কড়া নিরাপত্তা ও মাক্স স্যানিটাইজার থার্মস্ক্যান এর মাধ্যম দিয়ে পরীক্ষাকেন্দ্রে বসানোর ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ