|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গোয়ায় “বিজেপি বিরোধী যে কোনও দলকে সঙ্গে নিয়েই তারা চলতে রাজি” স্পষ্ট জানালেন কংগ্রেস শীর্ষ নেতাদের।
গোয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি গিরিশ চডঙ্কর জানান “আমরা গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবু, বিজেপি বিরোধী অন্যান্য দলের সঙ্গে আমরা ব্যাক চ্যানেলে কথাবার্তা বলা শুরু করেছি।”
কংগ্রেসের সহ-পর্যবেক্ষক দীনেশ গুণ্ডুরাও-ও সাফ জানিয়ে দিয়েছেন “বিজেপি বিরোধী সব দলের সঙ্গেই আমরা কথা বলতে রাজি। একসঙ্গে পথ চলতেও আপত্তি নেই। আমি এখনই কোনও নির্দিষ্ট দলের নাম বলছি না। যে কোনও দল, যারা বিজেপির বিরোধিতা করছে, আমরা তাদের সঙ্গে নিয়ে চলতে চাই।”
গোয়া কংগ্রেসের এই বক্তব্যে জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস-তৃণমূল জোটের। উল্লেখ্য, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেস বা বিজেপি কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবেনা। কোনও কোনও সমীক্ষায় তৃণমূল জোটকে ৯টি পর্যন্ত আসন দেওয়া হয়েছে। এমনকী, দীর্ঘদিন ধরে গোয়ায় কাজ করা আম আদমি পার্টির থেকেও বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস।