*বিশ্বকাপ কুইজ নিয়ে মাতামাতি করলো হলদিয়া ক্যুইজ সার্কেল *

শেখ আরেফুল ,তমলুক :হলদিয়া ক্যুইজ সার্কেল আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ নিয়ে সুতাহাটা ‘আমন্ত্রণ’ হলে মাতামাতি করলো ক্যুইজ সার্কেলের সদস্যরা ৷ সকাল থেকে বিকেল ৫ পর্যন্ত ক্যুইজের চর্চা নিয়ে এই অনুষ্ঠান ৷ ঠিক বিশ্বকাপ ক্যুইজ হওয়ার আগে অনুষ্ঠিত হয়েছিলো স্কুল পড়ুয়াদের নিয়ে স্কুল ক্যুইজ ৷ ঠিক যেমন প্রাথমিক শিক্ষার ওপর ভিত্তি করে প্রতিটি নাগরিক এবং সমগ্র জাতির উন্নয়ন নির্ভর করে। তেমনই প্রাথমিক শিক্ষায় ছাত্রভুক্তি ও তাদের ধরে রাখার নিরিখে, নিয়মিত হাজিরার ক্ষেত্রে এবং জনসংখ্যার প্রায় দুই- তৃতীয়াংশকে সাক্ষর করতে ভারতবর্ষ সাম্প্রতিক অতীতে বিরাট সাফল্য অর্জন করেছে। ভারতবর্ষের উন্নত শিক্ষাব্যবস্থাকে প্রায়শই আর্থিক উন্নয়নে প্রধান অবদানকারী হিসেবে গণ্য করা হয়। এরই পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান কিন্তু একটা বড় উদ্বেগের কারণ হয়ে আছে। সেই অনুযায়ী হলদিয়া ক্যুইজ সার্কেলের সদস্যরা আয়োজিত করলো স্কুল ক্যুইজ ৷ কারণ শিক্ষার গন্ডির মধ্যে আমরা সবাই রয়েছি ৷ সেই কথা ধরে স্কুল পড়ুয়াদের নিয়ে ক্রিকেট সম্বন্ধে ধারণা দিল হলদিয়া ক্যুইজ সার্কেল ৷ ঠিক তার পরই শুরু হয়ে পূর্ব মেদিনীপুর জেলাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্রিকেট পিপাসু মানুষদের নিয়ে আয়োজিত হল বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ ৷ যা পূর্ব মেদিনীপুরে এর আগে কখনো হয়নি ৷ খবরসূত্রে ক্যুইজ সার্কেলের অন্যতম সদস্য সন্দীপন দাস আমাদের প্রতিনিধি শেখ আরেফুলকে জানান যে , বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজে পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে মোট ৪২ টি টীম হাজির হয়েছিল অথাৎ ৮৪ জন ৷ এছাড়াও উপস্থিত ছিলের জেলার বিভিন্ন ক্রিকেট প্রেমিক ব্যাক্তিবর্গ ও প্রখ্যাত ক্যুইজ মাস্টারগণেরা ৷ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যে ক্যুইজ আয়োজিত করা যায় তার প্রমান করলো হলদিয়া ক্যুইজ সার্কেল ৷ এই বিশ্বকাপ ক্যুইজে প্রথম হয়েছে নিখিল সরকার ও মিঠুন পাল এর দল ৷ দ্বিতীয় হয়েছে দেব্রপ্রিয়া চক্রবর্তীর দল ৷ তৃতীয় হয়েছে শির্ষেন্দু ভট্টাচার্য ও অনুব্রত চক্রবর্তীর দল ৷ চতুর্থ হয়েছে অয়ন রায় ও অভিজিৎ এর দল ৷ বেশ জমজমাট ভাবে ক্যুইজ উপভোগ করলো সবাই ৷ এছাড়াও হলদিয়া ক্যুইজ সার্কেলের সদস্যরা বলেন যে , আমরা পরবর্তীতেও এইভাবে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ক্যুইজ সহ আরো কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখবো ক্রিকেট পিপাসুদের জন্য ৷