|
---|
মহঃ রিপন, মুরারই
বীরভূম জেলার পাইকর থানার কনকপুর গ্রামের মেন রাস্তার উপরে জমে আছে জল সামান্য বৃষ্টিতেই প্রায় এক হাঁটু জল জমে যায় এই রাস্তায় এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে ঠিকই কিন্তু হেলদোল নেই প্রশাসনের গ্রামবাসীদের অভিযোগ এটার বিরুদ্ধে অনেক জায়গায় আমরা বলেছি দরখাস্ত জমা দিয়েছি কিন্তু ফল মেলেনি। আক্তার শেখ নামে এক ব্যক্তির কথায় এই রাস্তার পাশে বাড়ি করে রেখেছে কিন্তু জল নিকাশের জন্য জায়গা ছেড়ে রাখেনি পঞ্চায়েত থেকে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি এরফলে বৃষ্টির সময় জল বেরিয়ে যেতে পারছেনা কোন ড্রেনের ব্যবস্থা করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ এর ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আমডোল পঞ্চায়েতের প্রধান মন্টু বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে উনি বলেন আমরা ওটার ব্যবস্থা নিয়েছি কোথাও জল জমে নেই , উনি বর্ধমানে আছেন বলে ফোন কেটে দেন। তবে গ্রামবাসীদের অভিযোগ কবে এই সমস্যার সমাধান হবে ? পঞ্চায়েত কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তারা ক্ষোভ দেখান।