|
---|
দেবাশিষ পাল, মালদা হবিবপুর: মালদার মানিকচক থানার মথুরাপুর এলাকার বোচাহি গ্রামের বাসিন্দা বিল্টু মন্ডল(৬)বাবা শৈলেস মন্ডল বলেন সোমবার দুপুর বেলা বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুৎতের খুটি থেকে তড়িতাহন হয় বিল্টু মন্ডল তরঘরি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।পরিবারের লোকেরা বিল্টু মন্ডলের দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে এসে তারা বাড়িতে গায়ে ও পায়ে তেল মালিশ করতে থাকে পরিবারের তরফে বলেন সে সময় হঠাৎ নাড়াচাড়া করে। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকা বাসিন্দারা হস পরিবারের লোকেরা তাদের অভীযোগ তুলে চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে চরাও হয় মানিকচক থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ওসি দেবব্রত চক্রবর্তীর সহ বিশাল পুলিশ বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনার প্রসঙ্গে হসপিটালের বিএমওএইচ হেমনারায়ন জানান আমাদের চিকিৎসার কোন গাফিলতি হয়নি এই নিয়ে ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।