বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো এগজিট পোল দেখে হতবাক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু

নতুন গতি নিউজ ডেস্ক: বিভিন্ন সমীক্ষায় এগজিট পোলের রেজাল্ট বেরনোর পর থেকেই গোটা দেশে নানা প্রশ্ন ও চাপা উত্তেজনা চলছে৷ রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে৷ বিরোধীরা অবশ্য এগজিট পোলের রেজাল্টকে গুরুত্ব দিচ্ছে না৷ এগজিট পোলের রেজাল্ট নিয়ে সন্দিহান প্রকাশ করলেন খোদ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুও৷

    এগজিট পোলের রেজাল্ট নিয়ে উপরাষ্ট্রপতির প্রতিক্রিয়া, ‘এগজিট পোল মানেই এগজ্যাক্ট পোল নয়৷ আমাদের এটা বুঝতে হবে৷ ১৯৯৯ সাল থেকে বেশির ভাগ এগজিট পোল রেজাল্টই ভুল হয়েছে৷’
    .
    উপরাষ্ট্রপতির মতে, সব দলই জেতার ব্যাপারে আশাবাদী৷ ‘গণনার দিন পর্যন্ত প্রতিটি দলই নিজেদের আত্মবিশ্বাসে অটল৷ এপর কোনও ভিত্তি নেই৷ সুতরাং আমাদের ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ দেশের ও রাজ্যগুলির একজন দক্ষ নেতা প্রয়োজন৷ তিনি যে-ই হোন৷ প্রয়োজন একটি স্থায়ী সরকার৷ আর কিছু নয়৷ রাজনৈতিক নেতাদের ভাষণের মান পড়ে গিয়েছে অনেক ক্ষেত্রেই৷ ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করা হচ্ছে৷ রাজনীতিতে কেউ কারও শত্রু নয়, শুধুই বিপক্ষ৷ এই বেসিক বিষয়টাই সবাই ভুলে যাচ্ছে৷’