JNU-এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার সঙ্গে প্রবেশিকা পাস করে তিনি এখন JNU-এর ছাত্র!

নতুন গতি নিউজ ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(JNU) সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার পর এবার ওই বিশ্ববিদ্যালয়েই ছাত্র হিসেবে রাশিয়ান ভাষা নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবেন ৩৩ বছরের রামজল মীনার।

    কিন্তু JNU-র সিকিউরিটি গার্ড থেকে JNU-র ছাত্র হওয়ার পথটা সহজ ছিল না। ২০১৪ সালের নভেম্বর মাসে JNU-র সিকিউরিটি গার্ড হিসেবে কাজে যোগ দেন রাজস্থানের রামজল। এরপর এখানের শিক্ষার পরিবেশ দেখে তখন থেকেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সারাদিনের ডিউটির পর অক্লান্ত পরিশ্রম করেছেন স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য।

    রামজলের কথায়, “বিশ্ববিদ‍্যালয়ের ছাত্রছাত্রীরা আমার ইচ্ছের কথা জেনে বিভিন্ন রকম বই দিয়ে আমায় সাহায্য করেছে। সাম্প্রতিক ঘটনাবলী জানার জন্য ফোনে অনেকগুলো অ‍্যাপ ডাউনলোড করেছি।” এছাড়াও প্রফেসরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন রামজল। প্রত‍্যেকেই তাঁকে উৎসাহ দিতেন। অবশেষে সাফল‍্যের মুখ দেখেছেন তিনি।

    কিন্তু রাশিয়ান ভাষায় স্নাতক হয়ে ভবিষ্যতে কি করবেন রামজল মীনা? এর উত্তরে দৃঢ় প্রত্যয়ের সাথে তাঁর জবাব, “দিল্লিতে অনেক দূতাবাস রয়েছে। দূতাবাসে বা কোনো  অফিসে অনুবাদকের কাজ করব।”

    JNU-র প্রধান দরজার সামনেই একটি বাড়িতে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকে রামজল। গতবছর রাজস্থান ইউনিভার্সিটি থেকে দূরশিক্ষণের মাধ‍্যমে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও হিন্দিতে অর্নাস করেছেন রামজল। এখন JNU-তে পড়ার পাশাপাশি UPSC সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তিনি। কিন্তু ডিউটি করার পর এতোকিছুর জন্য সময় পাবেন কোথায় তা নিয়ে বর্তমানে উদ্বিগ্ন তিনি। তাঁর কথায়, “দুপুর থেকে আমার ক্লাস শুরু হবে। এরপর থেকে ডিউটি, পড়াশোনা ও পরিবারের দেখভাল একসাথে কিভাবে করব বুঝতে পারছিনা।” তবে রামজলের দৃঢ় বিশ্বাস একটা উপায় সে ঠিক খুঁজে বেরকরবেই।