সংবাদমাধ্যমে ২০ লক্ষ্য ইভিএম লোপাট এর খবর, উত্তাল দেশ

নতুন গতি নিউজ ডেস্ক: মমতা ব্যানার্জির আশঙ্কাই এখন ভাবিয়ে তুলেছে সবাইকে। আগেই তিনি বলেছিলেন, বিজেপি সব করতে পারে। তাঁর কাছে খবর আছে বিজেপি ইভিএম মেশিন লুঠ করতে পারে। তাই মা, বোন, ভাইদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এমন কিছু দেখলে ছবি তুলে পাঠাতে হবে। এই কাজ যিনি করবেন তাঁকে সরকারের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে। এখন ফ্রন্টলাইনে একটি খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েক লক্ষ ইভিএম মেশিন লোপাট হয়ে গিয়েছে। ২০১৭ সালের একটি তথ্যের অধিকার মামলায় এই তথ্য দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
বাংলার মুখ্যমন্ত্রীর দাবি ছিল, এই ইভিএমে কারচুপি করে বিজেপি জেতার চেষ্টা করবে। এমনকী ইভিএম সরিয়ে তার জায়গায় কারচুপি করা ইভিএম ঢুকিয়ে দিয়ে বাজিমাত করতে পারে বিজেপি। এখন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাই ২১টি বিরোধী রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে।
অন্যদিকে এই ছকের কথা জানতে পেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু–সহ আরও অনেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, মোট ২০ লক্ষ ইভিএমের নাকি কোনও খোঁজ নেই। তাহলে সেগুলি গেল কোথায়?‌ এই কারসাজি করবে বলেই কি বিজেপি’‌র পক্ষ থেকে বলা হয়েছিল এবার ৩০০ আসন পার করবে তারা?‌ জাতীয় রাজনীতির অলিন্দে এখন এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর এক্সিট পোলের রিপোর্ট ঠিক ৩০০ আসনের আশেপাশেই রেখেছে বিজেপিকে। সব মিলিয়ে এখন দেখার ২৩ মে কোনদিকে জল গড়ায়।
নতুন গতি।নিউজ ডেস্ক: মমতা ব্যানার্জির আশঙ্কাই এখন ভাবিয়ে তুলেছে সবাইকে। আগেই তিনি বলেছিলেন, বিজেপি সব করতে পারে। তাঁর কাছে খবর আছে বিজেপি ইভিএম মেশিন লুঠ করতে পারে। তাই মা, বোন, ভাইদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এমন কিছু দেখলে ছবি তুলে পাঠাতে হবে। এই কাজ যিনি করবেন তাঁকে সরকারের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে। এখন ফ্রন্টলাইনে একটি খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েক লক্ষ ইভিএম মেশিন লোপাট হয়ে গিয়েছে। ২০১৭ সালের একটি তথ্যের অধিকার মামলায় এই তথ্য দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
বাংলার মুখ্যমন্ত্রীর দাবি ছিল, এই ইভিএমে কারচুপি করে বিজেপি জেতার চেষ্টা করবে। এমনকী ইভিএম সরিয়ে তার জায়গায় কারচুপি করা ইভিএম ঢুকিয়ে দিয়ে বাজিমাত করতে পারে বিজেপি। এখন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাই ২১টি বিরোধী রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে।
অন্যদিকে এই ছকের কথা জানতে পেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু–সহ আরও অনেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, মোট ২০ লক্ষ ইভিএমের নাকি কোনও খোঁজ নেই। তাহলে সেগুলি গেল কোথায়?‌ এই কারসাজি করবে বলেই কি বিজেপি’‌র পক্ষ থেকে বলা হয়েছিল এবার ৩০০ আসন পার করবে তারা?‌ জাতীয় রাজনীতির অলিন্দে এখন এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর এক্সিট পোলের রিপোর্ট ঠিক ৩০০ আসনের আশেপাশেই রেখেছে বিজেপিকে। সব মিলিয়ে এখন দেখার ২৩ মে কোনদিকে