|
---|
নাজমুস শাহাদাত,নতুন গতি: গত 4 ই মে জগৎবল্লভপুর অঞ্চলের তেলিপাড়ার দুই যুবককে মারধর ও অকথ্য গালিগালাজ করেন দুষ্কৃতীরা। সেই এলাকার প্রধান রঞ্জন কুন্ডু ও তার সৈন্য বাহিনীরা আক্রমণ করেছে বলে অভিযোগ। তাদের দুজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা গুরুতর। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে দেখা করতে যাওয়ায় তাদের ওপর চড়াও হয় কিছু তৃণমূল দুষ্কৃতী বাহিনী। হামলা চালাই তাদের উপর। সেইসব খবর শুনে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান গিয়েছিলেন তাদের খোঁজ খবর নিতে তখন একদল দুষ্কৃতী পীরজাদাকে লক্ষ করে অকথ্য গালিগালাজ ও অসভ্য আচরণ করে তারা।
এই সমস্ত ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন আইমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব। এই সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পরে নতুন গতি পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বলেন, ….
“সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এই আবেদন আমরা অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর তরফ থেকে প্রশাসন কে জানিয়ে দিতে চাই এবং দোষীদের শাস্তি না হলে আমরা পীরজাদা আব্বাস সিদ্দিকীর পাশে আছি আগামীতে সারা বাংলা জুড়ে আন্দোলন হবে। এবং তিনি আরো বলেন আগামীতে সংখ্যালঘু সমাজ সহ সাধারণ মানুষের উপরে যে কোনো রকমের আক্রমণের এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আইমার সাধারণ সম্পাদক রুহুল আমিন সাহেব এবং তার সংগঠন।”