|
---|
সংবাদদাতা, মালদা: মাইতা পুকুরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর সদস্য ও কর্মী বৃন্দ দের উপরে যে চড়াও আক্রমণ হয়েছিল ও অকথ্য গালিগালাজ করার প্রতিবাদে মাইতা পুকুরে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে রাস্তা অবরোধ আন্দোলন করা হয়েছিল। এবং সেখানকার পুলিশ প্রশাসন 48 ঘন্টা সময় নিয়েছিলেন দোষীদের গ্রেফতারের জন্য। ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কেও আক্রমণ হতে হয় সেই দুষ্কৃতীদের কাছে সেই নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর মালদা শাখার সম্পাদক মোহাম্মদ নাজমুস সাহাদাত সাহেব তিনি বলেন, আমরা স্বাধীন হয়েছি সেই 72 বছর আগে কিন্তু কারা যেন আমাদের এখনো ইংরেজদের মত দাস দাসী হিসেবে ব্যবহার করে চলেছে। আমাদের সাধারণ মানুষদের যদি আজ কোথাও দাঁড়াবার স্থান পাচ্ছিনা যেখানে যান মানুষ হত্যা, খুন, গুণ্ডামি, বদমায়েশি করে মেরে দেওয়া হচ্ছে বিশেষ করে দলিত আদিবাসী মুসলিমদের ঘরে। সেইসব দোষীদের শাস্তির দাবীতে আজ আন্দোলনের জন্য এক স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলাদ একটি সংগঠন করেন বাংলার লক্ষ লক্ষ যুব সমাজদের নিয়ে। আজ তারই উপর হামলা করা হয়েছে! কেন?। এই অসভ্য জন্তুদের কেন এই বাংলায় বসবাস করতে দেওয়া হচ্ছে সেটাই আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে যে, আপনি এই শান্তির বাংলা থেকে এই সমস্ত সন্ত্রাসীদেরকে উচিৎ শাস্তি দিন। নয়তো আমরা আগামী দিন মালদার অলিগলি শান্তিময় ভাবে রাস্তা অবরোধ করতে বাধ্য হব।