|
---|
নিজস্ব সংবাদদাতা: ১০/০৫/২০১৯ আলিপুর বার অ্যসোসিয়েশন দঃ ২৪ পরগণা এর তরফ থেকে সচিব আইনজীবী সুদিপ ভৌমিক জানান আজ তানারা ” পশ্চিমবঙ্গ বার কাউন্সিল” এর চ্যেয়ারম্যেন কে চিঠি দেন “আইনজীবী প্রতিবাদ সামাবেশ” এর উদ্দেশ্যে। আগামি ১৩/০৫/২০১৯ তারিখে দুপুর ১টা ৩০মিঃ। পথ সভা শুরু হবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল (সিটি সিভিল কোর্ট বিল্ডিং) থেকে পশ্চিমবঙ্গ প্রধান কেন্দ্রিয় নির্বাচন কমিশন অফিস পর্যন্ত।
২৪/০৪.২০১৯ তারিখে হাওড়া আদালত প্রাঙ্গণে ঘোটে যাওয়া হাওড়া বার অ্যাসোসিয়েশনের আইনজীবী দের উপর বর্বর অত্যাচার এর প্রতিবাদে এই সমাবেশ।
তাঁনারা সাধারাণ মানুষদেরকে অনুরোধ জানান তাদের এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করবার জন্ন্য। আরো বলেন জন-সাধারনের উপস্থিতি তাদের অধিকার গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।