প্রস্তুতি চলছে জোরকদমে, আগামীকাল থেকে শুরু জেলা প্রশাসনের "শীতকালীন কার্নিভাল"

সেখ মহম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর :-শীতকালীন উৎসবে মাততে চলছে মেদিনীপুর।আগামী ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে, জেলা প্রশাসনের উদ্যোগে “শীতকালীন কার্নিভাল” । জেলা প্রশাসনের কথায়- খেলার উৎসব, সংস্কৃতির উৎসব, সবার উৎসব!

আগামীকাল এই উৎসবের উদ্বোধন উপলক্ষে, আজ মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে চলছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে, আগামীকালের অনুষ্ঠানের রিহার্সাল বা মহড়া চলছে, উৎসাহ ও উদ্দীপনার সাথে।
আছেন, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রশিক্ষক, আধিকারিক এবং শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকারা। আছেন অনেক আগ্রহী সাধারণ মানুষও।
সমগ্র কার্নিভাল যাতে ঠিকঠাক হয়, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।
আগামীকাল বিকেল চারটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সৌমেন কুমার মহাপাত্র। “Authentic Dance Academy” নৃত্য পরিবেশনায়, “স্বর ও আবৃত্তি” পরিবেশনায়, “জোয়ার” ও “পারিজাত” ব্যান্ড উপস্থিত থেকে দর্শকদের মন মাতিয়ে তুলবে আগামীকাল। সেই সঙ্গে চিত্র প্রদর্শনী ও পুষ্প প্রদর্শনী কক্ষের দ্বার উদ্ঘাটন হবে। ম্যারাথন, তীরন্দাজী, ব্যাডমিন্টন, দাবা, ফটোগ্রাফি, পুষ্প প্রদর্শনী সব মিলিয়ে এক বৈচিত্র্যময় উৎসব মেদিনীপুরবাসী উপভোগ করবে।

বিকেল ৩.৩০ টা নাগাদ, এই কার্নিভাল উপলক্ষে সকলকে নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা শহর প্রদক্ষিণও করল। সেই পদযাত্রায় পা মেলান স্বয়ং মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ।
সবমিলিয়ে, জেলাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই “শীতকালীন কার্নিভাল” শুরুর আগেই এক উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছে!